ইমাম খাইর •
এস এ পরিবহনের মাধ্যমে এবার ইলেক্ট্রিক্যাল বাল্বের প্যাকেটে ভরে অভিন পন্থায় পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মরণনেশা ইয়াবা।
এমন তথ্যে পরিবহনটির চকরিয়া পৌর বাস টার্মিনাল সংলগ্ন অফিসে অভিযান চালায় পুলিশ। ঝটিকা অভিযানে ৬,৮১৫ ইয়াবাসহ নূর মোহাম্মদ (২৬) নামের পাচারকারীকে আটক করা হয়।
শুধু তাতে শেষ নয়, নূর মোহাম্মদের নিকট থেকে ইয়াবা বিক্রির নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালানো হয়।
তবে, ইয়াবা সিন্ডিকের অন্য সদস্যদের সঠিক তথ্য পায়নি পুলিশ।
আটক নূর মোহাম্মদ চকরিয়া সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্য মতে, এস এ পরিবহনের মাধ্যমে ইলেক্ট্রিক্যাল বাল্বের প্যাকেটে ভরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ৬,৮১৫ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক পাচারকারীসহ তার সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
এসএ পরিবহনের কোন অসাধু কর্মকর্তা পাচারের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেয়ার দাবি স্থানীয়দের। কারণ, এর আগেও পরিবহনটির মাধ্যমে মাদক পাচারকালে হাতেনাতে ধরা পড়ে অনেকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-