চট্টগ্রাম •
লকডাউনে রেস্টুরেন্টে বসিয়ে গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে কুটুমবাড়ী রেস্তোরাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদ আফরোজ নগরীর ওয়াসার মোড়ের কুটুমবাড়ী রেস্তোরাকে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদ আফরোজ জানান, করোনার সংক্রামণ রোধে লকডাউন চলাকালে হোটেল-রেস্টুরেন্টে শুধুমাত্র পার্সেল খাবার বিক্রির অনুমতি আছে। কিন্তু কুটুমবাড়ী রেস্তোরা গ্রাহকদের ভেতরে বসিয়ে খাবার পরিবেশন করছিল। সরকারি নির্দেশনা অমান্য করায় এই রেস্তোরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে শোরুম খোলা রাখায় আরএফএলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আরও একটি খাবার হোটেলকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-