বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারে র্যাব-১৫ এর মাদক বিরোধী অভিযানে মাদক কারবারী এবং র্যাবের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হতে অস্ত্র ও ইয়াবা নিয়ে গুলিবিদ্ধসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ মাদক কারবারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, ৮এপ্রিল বিকাল সোয়া ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোডের মেরিন সিটি কমপ্লেক্সের সামনে অভিযানে যায়। এসময় ৮/১০জনের সংঘবদ্ধ মাদক কারবারী চক্র র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
র্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করলে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরী পাড়ার মোঃ আব্দুল্লাহর পুত্র মেহেদী হাসান বাবু (১৭) এবং অক্ষত অবস্থায় রামু কাইম্যারঘোনার আব্দুল করিমের পুত্র মোঃ তারেকুল ইসলঅম (১৯) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাঁজা কার্তুজ এবং ৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর গুলিবিদ্ধ মেহেদী হাসান বাবুকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান হতে গুলিবিদ্ধকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, জব্দকৃত অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-