চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে মো. রাশেদ (২০) নামের এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার একটি মৎস্য ঘেরে এই ঘটনা ঘটে।
নিহত রাশেদ ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার আবদুল নবীর ছেলে।
জানা গেছে, বেলা ১১টার দিকে রাশেদ ঘেরের কাজ করতে পানিতে নামে। এ সময় পা পিছলে পানিতে ডুবে যায় তিনি। কিছুক্ষণ পর রাশেদের মরদেহ ভেসে উঠে। পরে ঘেরের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-