চট্টগ্রাম বন্দরে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মোটর সাইকেল আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর বন্দর থানার সল্টগোলা মোড়ে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর জেটিগেটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) অলক কুমার বিশ্বাস।

জানা গেছে, নিহত মো. মিনহাজুল ইসলাম (৪৫) ডিজিএফআইয়ের চিফ পেটি অফিসার পদে ছিলেন। তিনি ওই সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে কর্মরত ছিলেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার রাণীনগর গ্রামে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) অলক কুমার বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বালির স্তুপে পিছলে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। সেখানে ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারি যানবাহন চলাচল করে। অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে কি না সেটাও আমরা খতিয়ে দেখছি। ঘটনাস্থলে সিসি ক্যামেরা আছে কি না সেটিও দেখছি।’

আরও খবর