এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ও ট্রাফিক জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশনে মাস্কবিহীন মানুষ ও বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীদের মাস্ক বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, ট্রাফিক জোনের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান, ওসি (তদন্ত) মো. আশরাফ হোসেন, সার্জেন্ট ফেরদৌস আলম, টিএসআই সাঈদুর রহমান ও এটিএসআই মিজানুর রহমান প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-