চকরিয়ায় মাস্ক না পরায় ৮ মামলায় ১৮ জনকে জরিমানা

রাজু দাশ, চকরিয়া •

দেশব্যাপী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক পরিধান না করায় ১৮ জনকে ৮টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৪ এপ্রিল) বিকেলের দিকে চকরিয়া মহাসড়ক ও পৌর কাঁচা বাজারে মাস্ক ব্যবহার না করায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও শতাধিক মাস্ক বিহীন গরীব পথচারীদের মাঝে
মাস্ক বিতরণ করেন।

সহকারি কমিশনার ভূমি মোঃ তানভীর হোসেন বলেন, সাড়া বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি আইন অমান্য করে করোনাকালীন সময়ে পৌরসদররে মুখে মাস্ক পরিধান না করায় দ-বিধি ২৬৯ ধারায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পথচারীদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে ৮টি মামলায় ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে জরিমানা করা হয়। এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

আরও খবর