অনলাইন ডেস্ক •
করোনা পরিস্থিতির আরো অবনতি হলে ঘোষিত সাতদিন পর প্রয়োজনে লকডাউনের সময় আরো বাড়তে পারে। একই সঙ্গে আজকালের মধ্যে লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হবে।
শনিবার সকালে লকডাউন বাড়ার ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শিল্প কারখানা শর্তসাপেক্ষে চালু থাকবে। আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে। আর করোনার সংক্রমণ না কমলে সাতদিনের পর লকডাউনের পরিধি আরো বাড়ানো হতে পারে।
এদিকে লকডাউনের সিদ্ধান্তের ব্যাপারে আজকালের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্র জানায়, সোমবার থেকে সারাদেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সেতুমন্ত্রী সাতদিনের লকডাউনের ঘোষণা দিয়েছেন। এ লকডাউনের প্রজ্ঞাপন দুই একদিনের মধ্যে জারি হতে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-