চকরিয়া পৌর শহরে স্বাস্থ্যবিধি না মানায় ৩৪ জনের অর্থদণ্ড

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •

চকরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৩৪ জনকে ৫ হাজার ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার না করায় ১৬টি মামলার আলোকে এ জরিমানা করা হয়।

শনিবার (৩ এপ্রিল) রাত প্রায় ৯টা পর্যন্ত চকরিয়া পৌর বাস টার্মিনালে গণপরিবহন ও শহরের বিভিন্ন বিপনী বিতানে এ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। যদিও আগে থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। এরই লক্ষ্যে রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর আলোকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় মাস্ক ব্যবহার না করার দায়ে ১৬ টি মামলায় ৩৪ জন পথচারী ও ব্যবসায়ীকে ৫ হাজার ৯শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি সকলের মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি আবারও গুরুত্বারোপ করেন।

আরও খবর