টেকনাফে সোলাইমান ধরা পড়লো ইয়াবা নিয়ে!

নিজস্ব প্রতিবেদক •

টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ সাবরাং এলাকার সোলেমান নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, গত ২রা এপ্রিল রাত সাড়ে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টিএনটি রেস্ট হাউসের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং মুন্ডার ডেইলের সোলতান আহমদের পুত্র সোলেমান (৩২) কে একটি কাপড়ের ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে কাপড়ের ব্যাগটি তল্লাশী করে ৬হাজার ৪শ পিস ইয়াবাসহ কিছু নগদ টাকা ও ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

আরও খবর