উখিয়ায় মাস্ক না পরায় ৫২ জন গুনল জরিমানা

ইমরান আল মাহমুদ,উখিয়া •


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার(২ এপ্রিল) উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উখিয়া সদর, কোর্টবাজার,মরিচ্যা বাজার ও সোনারপাড়া বাজারে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক,যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। মাস্কবিহীন ৫২জন পথচারী ও সাধারণ মানুষকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯টি মামলায় ৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার চারটি স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫২ জন পথচারী ও ব্যবসায়ীকে ১৯টি মামলায় ৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণ ও যাত্রীদের সচেতনতা ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর