আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের পর ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
লাশ উদ্ধার হওয়া ওই কিশোরের নাম মিজানুর রহমান (২৫)। সে পেশায় একজন টমটম চালক। সে পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার মফিদুল আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম মাসুম বলেন, আজ শুক্রবার ভোরেই সে নাফ নদীতে বন্ধুদের নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে তারা একজন এক পাশে চলে যায়। মাছ ধরার একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে ছেলেটি মারা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-