পেকুয়ায় ট্রাক চাপায় ফল ব্যবসায়ীর মৃত্যু

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া •

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় গিয়াস উদ্দিন (৩৮) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ ইসমাঈল (৩৫) নামে আরও এক ব্যবসায়ী।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং ইউনিয়নের হাজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন টৈটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিরাবুনিয়া গ্রামের কবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে ফল ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও মোহাম্মদ ইসমাঈল বাড়ি ফেরার জন্য বাজারের মসজিদের সামনে দাঁড়ান। এ সময় গরুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত ইসমাঈলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ফল ব্যবসায়ীকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও খবর