গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
মহামারি করোনা সংক্রমন প্রতিরোধে কক্সবাজারের আকর্ষনীয় পর্যটন স্পট গুলো বন্ধ রাখা হয়েছে।
তারেই সূত্র ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ গুলোর চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দেশি-বিদেশি কোনো পর্যটক ভ্রমণে যেতে আসতে পারবে না।
১লা এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে এই নৌপথে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ রাখার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
৩১ মার্চ (বুধবার) রাতে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই নৌ-পথে জাহাজগুলোর চলাচলের অনুমতিও প্রায় শেষ পর্যায়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘করোনা প্রার্দুভাব ঠেকাতে বৃহস্পতিবার সকাল থেকে এই নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
তাছাড়া দ্বীপে সকাল থেকে পর্যটক স্পর্টগুলোতে ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।
তারপরও দ্বীপে কোন পর্যটক থেকে গেলে তাদেরকে ফেরত আনার জন্য আমরা সহায়তা করব।
তিনি আরও বলেন, যতদিন যাবৎ করোনা প্রভাব থাকবে, ততদিন এই নৌপথে পর্যটবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশপাশি প্রধানমন্ত্রী কার্যালয়ে ১৮ দফা নির্দশনা গুলো বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছি।
পর্যটকবাহি জাহাজ বন্ধের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের কোন জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছে তাদের ফেরত আনা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-