বিশেষ প্রতিবেদক •
বান্দরবানের লামায় মাইক্রোতে করে গরু চুরি করে পালানোর সময় চালকসহ ৪ চোর আটক করেছে জনতা। পরে তাদের তুলে দেয়া হয়েছে পুলিশের কাছে।
সোমবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা থেকে গরু চুরি করে পালানোর সময় ইয়াংছা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, কক্সবাজারের চকরিয়ার আমান পাড়ার আবুল হোসেনের ছেলে মো. তৌহিদ (২৮), একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. নুরু (২২), মৃত ফেরদাউসের ছেলে মো. সাইদুল (২৩) ও গাড়ি চালক চকরিয়া ইলিশা এলাকার চুয়ারফাড়ী এলাকার মো. ছালামতুল্লার ছেলে শেনাম (৩২)।
জানা যায়, গরুটি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বদুরঝিরি এলাকার মৃত হামিদ আলমের ছেলে মো. নুর আহমদের।
স্থানীয়রা জানান, মিরিঞ্জা পাহাড়ের পেঁপে বাগান থেকে গরু চুরি করে নিয়ে আসার পথে ইয়াংছা ব্রিজে পৌঁছালে মাইক্রোতে গরু দেখতে পেয়ে জনতা কৌতুহলী হয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির সত্যতা পাওয়া যায়। পরে গাড়ি, গরু ও গাড়ির সবাইকে আটক করে ইয়াংছা পুলিশের চেকপোস্টে হস্তান্তর করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-