ভাই-বোনের মাদক ব্যবসা, সহযোগীসহ ভাই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট •

নেজাম ও আয়েশা আপন ভাই-বোন। দুজনই করেন মাদক ব্যবসা। সে হিসেবে মাদক ব্যবসায়ীদের কাছে তাদের পরিচিতি ‘ভাই-বোন’ গ্রুপ হিসেবে। এবার অভিযান চালিয়ে এক সহযোগীসহ সেই গ্রুপের ভাই নেজামকে গ্রেফতার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ।

সোমবার আবিদারপাড়া ফকির মাঝির বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যজন হলেন মো. নাছিরুল আলম। তিনি নেজাম ও আয়েশার সোর্স হিসেবে কাজ করতেন।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সহযোগীসহ ভাই-বোন গ্রুপের ভাই নেজামকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়। তবে অভিযানের আগে নেজামের বোন আয়েশা পালিয়ে গেছেন।

ওসি আরো বলেন, নেজাম ও আয়েশা খুবই ভয়ংকর। তাদের নিজস্ব সোর্স রয়েছে। পুলিশ অভিযানে গেলে আয়েশা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এর আগেও পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জেলে গিয়েছিলেন আয়েশা।

আয়েশার বিরুদ্ধে ১২টি ও নেজামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

আরও খবর