কক্সবাজারে ডিএনসির হাতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাহেদ হাসান •


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম পৃথক অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার ঝাউতলা ও কালুরদোকান এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার (২৮ মার্চ)রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম কক্সবাজার সদর মডেল থানাধীন ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান সড়কস্থ জালাল স্টোরের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের ঝিলংজার ৭ নং ওয়ার্ডের খরুলিয়া দরগাপাড়ার মৃত জাফর আলমের ছেলে মোঃ মনির আলম সাইমনকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা ও পাচার সাথে যুক্ত থাকার কথাও স্বীকার করে।

এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে পৌরসভাধীন কালুর দোকান শাহ তৈয়বিয়া এলুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করেছে।

আটক মোঃ গোলাম মোস্তফা (৩৪), পিতা- কোব্বাত মিয়া, স্থায়ী সাং- রানীর হাট, লাশঘাটাকুল, ৭ নং ওয়ার্ড, রাজানগর রাঙ্গুনিয়া- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈদ্যঘোনা,জাদি পাহাড়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান ও উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করেছে বলে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল নিশ্চিত করেছেন।

আরও খবর