চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ সময় রোজিনা বেগম (৩৮) নামের আরও এক মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের মো. জাফর আলমের ছেলে মো. সরওয়ার কামাল (২২) ও মৃত গুরা মিয়ার মেয়ে রশিদা বেগম (৫৯)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল সিনেমা প্যালেস এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে থাকা তিনটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে মাদকগুলো নিজেদের কাছে রেখেছিল তারা। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-