সংবাদ বিজ্ঞপ্তি •
হেফাজত ইসলামের ডাকা হরতাল বিরোধী কর্মসূচী পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
রবিবার (২৮ মার্চ) সকাল সাতটা থেকে জনগণের জানমাল নিরাপত্তায় কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কক্সবাজার জেলা ছাত্রলীগের ছাত্রলীগ নেতাকর্মীরা।
দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে শহরে হরতাল বিরোধী এক প্রতিবাদ মিছিল সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এসেছে। দেশের এ অগ্রযাত্রায় যখন বিশ্ব সম্প্রদায় শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ তখনই দেশ বিরোধী মওলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। তারা দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত ধ্বংসাত্মক কর্মকান্ড করছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আজকে অযৌক্তিক হরতালের ডাক দিয়েছে। কিন্তু দেশের জনগণ তাদের ডাকা হরতাল প্রত্যাখান করেছে।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সসহ-সভাপতি মঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হিরু,গাজী নাজমুল সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী কর্মী
পরে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-