চট্টগ্রাম •
সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পটিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (২৮ মার্চ) সকালে পটিয়ার খরনা রাস্তার মাথা, থানার মোড়, কলেজ গেট, বাস স্টেশন ও শান্তিরহাট এলাকায় হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। তবে এখন (দুপুর ২টা) তারা পটিয়া থানার মোড় ও ডাকবাংলো মোড় এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেকুর রহমান বলেন, ‘অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।’
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-