গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী •
বাংলাদেশ এক মাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি।
রোববার সকাল থেকেই হরতাল কর্মসূচি পালন করছে তারা। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান করছে হেফাজত কর্মীরা। তবে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৮ মার্চ রোববার সকাল থেকেই মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার, কালামারছড়া,ঝাপুয়া, মাতারবাড়ী,
গোরকঘাটা চৌ-রাস্তার মোড় সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয় হেফাজত ইসলামের কর্মীরা। শান্তিপূর্ণভাবে চলছে তাদের হরতাল কর্মসূচি।
এদিকে মহেশখালী থানা পুলিশের একাধিক ইউনিট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাই বলেন, এখনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-