স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উখিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক •

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ।

শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উখিয়া প্রেস ক্লাব।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু এবং সদস্য মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা প্রমূখ।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকাল ৩ টায় উখিয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও খবর