খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত

আবুল কাসেম আশরাফ •


আজ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস।স্বাধীনতার ৫০তম বার্ষিকী। বাঙ্গালী জাতির সবচেয়ে গৌরবের দিন,পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

১৯৭১ সালের এই দিনে জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন।সেই ঘোষণার আলোকে বাঙ্গালী জাতি রক্ত সমুদ্র পাড়ি দিয়ে ছিনিয়ে আনে জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।

সেই স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে কক্সবাজার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রধান শিক্ষক জনাব জহিরুল হকের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভা সঞ্চালনা করেন আবুল কাসেম আশরাফ এবং বক্তব্য রাখেন বাবু সঞ্চ‌িত শর্মা,রফিকুল ইসলাম, কবির আহমদ, নজিবুল আলম,মাছুমা খানম।

এতে আরো উপস্থিত ছিলেন- উবাইদুল হক, আহমদুর রহমান, আব্দুর রহিম, ফয়সাল মাহমুদ, কাউসার হামিদ, নুরুল হক, দিদারুল আলম, শওদা পারভীন, খাইরুন্নেসা মুন্নি, রোকসানা পারভীন লিলি, সামিরা শারমিন, সিরাজুম কুমকুম মনিরা, আসমাউল হুসনা লোপা, নুরুল হক প্রমুখ

পরিশেষে সভাপতি মহোদয় দেশের উত্তরোত্তর সফলতা ও সকলের আলোকিত জীবন কামনা করে অনুষ্ঠানের যবনিকা ঘোষণা করেন।

আরও খবর