মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •
বুধবার ২৪ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৩৭ জনের নমুনা টেস্ট করে ৩৮ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৯৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট পাওয়া রোগীর মধ্যে ৩৭ জন কক্সবাজার জেলার রোগী এবং ১ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। বুধবার শনাক্ত হওয়া কক্সবাজার জেলার রোগীদের মধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১২ জন, রামু উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলার ১২ জন, চকরিয়া উপজেলায় ৪ জন ও রোহিঙ্গা শরনার্থী রয়েছে ১ জন।
এনিয়ে, বুধবার পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৬ হাজার ২ শত ৭৮ জন। এরমধ্যে, গত ২৩ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৩ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৩৩%। সুস্থ হয়েছেন ৫৬৭৩ জন করোনা আক্রান্ত রোগী। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০’৯১%।
গত ২৩ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় হোম আইসোলেসনে রয়েছে ৩৮৭ জন করোনা রোগী এবং প্রাতিষ্ঠানিক আইসোলেনে রয়েছে ৭৩ জন করোনা রোগী। এরমধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ২২ জন, রামু আইসোলেসন সেন্টারে ১ জন, টেকনাফ আইসোলেসন সেন্টারে ১ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আইসোলেন সেন্টারে ২১ জন স্থানীয় নাগরিক ও ২৮ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-