মাদক বিক্রি ও সেবনের দায়ে রামুতে নারীসহ দু’জনকে কারাদণ্ড

জাহেদ হাসান •


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামু উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবনকালে দুজন খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করেছে,তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

মঙ্গলবার (২৩ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল ২ জন খুচরা মাদক বিক্রেতাকে আটক করে রামু উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর কাছে হাজির করলে তিনি একজনকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ শত টাকা অর্থদণ্ড ও অপর জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শত টাকা অর্থদণ্ড দেন।

আসামীরা হলেন,১। মোছাঃ কমরু আক্তার (৩০) পিতা-মোঃ বদি আলম,সাং-মোহাম্মদপুরা, চালনিয়াপাড়া,সমিতি পাড়া, ৮ নং ওয়ার্ড– ফতেখারকুল-রামু-কক্সবাজার।
সাজাঃ ১৫(পনের) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড।

২। শ্যামল পাল (৫৩),পিতা-মৃত পূর্ণ চন্দ্র পাল,সাং-পাল পাড়া, বাজার কুল,১ নং ওয়ার্ড,-রামু,-কক্সবাজার।
সাজাঃ ৩(তিন) মাস বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড।

আরও খবর