নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বনবিটস্থ গামারি ঘোনা ঝিরি এলাকা থেকে গুলিবিদ্ধ একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৫ দিন ধরে ওই এলাকায় মৃত অবস্থায় হাতিটি পড়ে ছিল। মঙ্গলবার (২৩ মার্চ) হাতিটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় আবদু শুক্কুর নামের এক চাষি জানান, ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বনবিটের ভিতরে প্রতিদিন হাতির পাল বিচরণ করে। গত বৃহস্পতিবার থেকে গামারি ঘোনা ঝিরি এলাকায় একটি হাতি পড়ে থাকতে দেখা যায়। হাতিটির শরীরের বিভিন্ন স্থানে গুলির দাগ রয়েছে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, কক্সবাজারের বিভিন্ন বনাঞ্চলে গত দুয়েক বছর ধরে অস্বাভাবিকভাবে হাতির মৃত্যু হচ্ছে। পরিকল্পিতভাবে অনেকে হাতি হত্যা করছে। অনেকে তারের মধ্যেমে সংযোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে, অনেকে গুলি করে, আবার অনেকে ফাঁদ দিয়ে হাতি হত্যা করছে। এই হাতিটিকে গুলি করে হত্যা করেছে একটি সিন্ডিকেট। চক্রটি বনের ভিতরে গিয়ে হাতিটিকে গুলি করে। দাঁত সংগ্রহের জন্য শিকারিরা হাতিটিকে গুলি করতে পারে বলে তিনি ধারণা করেছেন।
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া গ্রামের বাবুল (৩৫) ও আরাফাতুল ইসলাম প্রকাশ সোনামিয়া (৩০) হাতিটিকে গুলি করতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। কারণ এর আগে আরও একটি হাতি হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া ঘোনা ও ফুলছড়ি রেঞ্জ যৌথভাবে সোমবার (২২ মার্চ) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, মৃত হাতিটিকে উদ্ধার করা হয়েছে। গায়ে গুলির দাগ রয়েছে। আমরা অভিযুক্তদের শনাক্ত করছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-