সৌদিগামী যাত্রীর ব্যাগে মিলল ইয়াবা

ডেস্ক রিপোর্ট •

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব যাওয়ার সময় এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক)। আটক যাত্রীর নাম তৌহিদ আলম।

মঙ্গলবার (২৩ মার্চ) বিমানবন্দর দিয়ে সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই যাত্রী বিমানবন্দরে প্রবেশের পর তার নিরাপত্তা স্ক্রিনিং করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা পাওয়া যায়। রাতে একটি ফ্লাইটে তার সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান পরিচালক।

আরও খবর