উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফ। এ ঘটনায় এ পর্যন্ত ৭ জন নিহত হওয়ার কথা জানা গেছে। প্রায় ১০ হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। মার্কেট স্থানীয়দের পুড়ে গেছে বিপুল পরিমাণ সম্পদ। কিন্তু অলৌকিক ভাবে পবিত্র কোরান শরীফটি অক্ষত রয়ে গেছে।
সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে বালুখালীর ৮-ই, ডব্লিউতে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্যাম্পের ওই ব্লকটি পুড়ে যায়।
বালুখালি ক্যাম্প ৮ ই এর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাতাসের গতি বেশি হওয়ার কারণে আগুন বিভিন্ন ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে। ৬ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে শেষ হয়ে গেছে রোহিঙ্গা ও স্থানীয়দের বিপুল পরিমাণ সহায়-সম্পদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-