নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারি চালিত টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে বরইতলী-মগনামা সড়কের বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মো. জোবায়ের বলেন, বিকালে সাড়ে ৪ টায় বরইতলী-মগনামা সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় পেকুয়াগামী একটি টমটমের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী পারভেজ টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।
বিষয়টি নিশ্চিত করেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মাহতাবুর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-