উখিয়ায় থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক •

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর” অংশ হিসেবে উখিয়ায় মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণা কার্যক্রম চালিয়েছে উখিয়া থানা পুলিশ।

২১ মার্চ রবিবার উখিয়া সদরে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদের নেতৃত্বে এই সচেতনতা কার্যক্রম চালানো হয়।

এইসময় উখিয়ার স্থানীয় জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানের গুরুত্ব তুলে ধরে মাস্ক পরিয়ে দিয়ে সচেতনতামুলক প্রচারণা করে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ বলেন, বাংলাদেশ পুলিশের উদ্যােগে দেশব্যাপী করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর” অংশ হিসাবে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এই কার্যক্রম। উখিয়া থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পূর্ব থেকে চালিয়ে আসছে এবং সচেতনতা সৃষ্টির এই কার্যক্রম অব্যাহত রাখবে।

এইসময় উপস্থিত ছিলেন, উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিনসহ উখিয়া থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

আরও খবর