নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া রাজাপালং দক্ষিণ হরিণমারা এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার রাজাপালং হরিণমারা গ্রামের আলী আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখি। স্বামী-স্ত্রীর জগড়ার মধ্যে একপর্যায়ে লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।
পরে এলাকাবাসী আনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে উখিয়া উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক রহমত উল্লাহ তার মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-