নিজস্ব প্রতিবেদক •
করোনা সংক্রমণ প্রতিরোধে শহরজুড়ে ব্যাপক কর্মতৎপরতা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
শনিবার (২০ মার্চ) দিনব্যাপী সমুদ্র সৈকত ও সংলগ্ন মার্কেট, ডলফিন মোড়, হোটেল-মোটেল জোন, বিভিন্ন বাজার, শহীদ স্মরণী মোড়সহ নানা স্থানে অভিযান পরিচালনা করেন সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত উজ জামান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ৩৫টি মামলা বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।
এসময় মাইকিং করে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
অভিযানে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ৩৯ আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনী সহায়তা প্রদান করেন। জেলা শহরের বাইরে প্রতিটি উপজেলাতেও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ব্যাপকহারে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-