কোটবাজারে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল শনিবার

নিজস্ব প্রতিবেদক •

কোর্টবাজার মসজিদ রােড ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ৪র্থ তম ব্যাটমিন্টন টুর্ণামেন্টে রামু খেলোয়াড় সমিতি ইকবাল বনাম কোটবাজার খেলোয়াড় সমিতি মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে।

২০মার্চ (শনিবার) রাত সাড়ে আটটায় কোটবাজারস্থ মসজিদ রোড সংলগ্ন মাঠে শুরু হবে ফাইনাল।

মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করবেন বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,উখিয়া উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুরুল হুদা, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এম এম আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ মােহাম্মদ নােমান, রত্নাপালং ইউনিয়নের পরিষদের ইউপি সদস্য মােহাম্মদ সেলিম কাইছার, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিরুল আলম, উখিয়া ইমু মোটরসের প্রোপ্রাইটর নাছির উদ্দিন বাদশা, সাবেক ইউপি সদস্য মধু বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক গোপাল বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রেজুরকুল যুব ও ঐক্য পরিষদের সভাপতি রুবেল বড়ুয়া,দুবাই প্রবাসী আবুল কালাম প্রমুখ।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আরমান হোসেন জয় জানিয়েছেন, ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এ ছাড়া তৃতীয় স্থানে থাকা ও অংশগ্রহণকারী সকল দলকেও পুরষ্কৃত করা হবে এবং ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও বাকী ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার দেওয়া হবে।

আরও খবর