প্রেমিকাকে নিয়ে সৈকতে ঘুরতে গিয়ে লাশ হল কিশোর

চট্টগ্রাম •


চট্টগ্রামের আনোয়ারায় প্রেমিকাকে নিয়ে পারকি সৈকতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আসিফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রেমিকাও আহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানা যায় নি। তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশ থেকে প্রেমিকাকে নিয়ে পারকি সৈকতে বেড়াতে আসেন আসিফ। পথিমধ্যে বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মো. ইউসুফ নামের এক স্থানীয় বাসিন্দা জানান, কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে পারকি বিচে যাচ্ছিল। তারা ঝাউবাগান এলাকায় পৌঁছলে একটি অটোরিক্সা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আসিফ গুরুতর আহত হন। আহত অবস্থায় সহপাঠীরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক কিশোরীও আহত হয়েছে। একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার বিকাশ রুদ্র। তিনি বলেন, ‌‘বাইক দুর্ঘটনায় একজন মারা গেছে বলে শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আরও খবর