এম কলিম উল্লাহ’র কবিতা “নেই”

এম.কলিম উল্লাহ •

রাজ আছে নীতি নেই
নীতির কোন দাম নেই
গুণী আছে কদর নেই
কদর আছে গুণ নেই।

চাল আর সস্তা নেই
তেল ডালে স্বস্তি নেই
খিদে আছে খাবার নেই
সাধ আছে সাধ্য নেই।

সচেতনতার বলাই নেই
মাস্ক এর কথা মনে নেই
আক্রান্তের শেষ নেই
মৃত্যুর সংখ্যা ও কম নেই।

বন্ধু আছে প্রীতি নেই
প্রীতি দেখার টাইম নেই
শান্তি সুখের দেখা নেই
নোবেল জয়ী কম নেই।

মাদকের চালান থেমে নেই
আইনশৃঙ্খলা বাহিনীর ঘুম নেই
কারাগারে আজ জায়গা নেই
আদালতে দেন-দরবারের অভাব নেই।

আরও খবর