গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
ইউপি নির্বাচনের প্রথম ধাপে উৎসব মূখর পরিবেশে টেকনাফ উপজেলার অন্তর্গত ৫ ইউনিয়নে ৫০১ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে। এতে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত নারী পদে ৮০ জন ও সাধারন সদস্য পদে ৩৮৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে। তবে নিয়ম অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ১ চেয়ারম্যান, ৩ সংরক্ষিত নারী ও ৯ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।
ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম জমা শেষে ১৮ র্মাচ (বৃহস্পতিবার) বিকালে উপজেলা পরিষদে টেকনাফ নির্বাচন অফিসার ও টেকনাফ সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে রির্টানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম উপস্থিত গণমাধ্যম কর্মিদের কাছে এই সব তথ্য নিশ্চিত করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও রামু নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, ১৯ মার্চ জমাকৃত মনোনয়ন পত্র যাছাই-বাছাই হবে এবং আগামী ২৪ মার্চ প্রত্যাহার,২৫ মার্চ প্রতীক বরাদ্ধ ১১ এপ্রিল নিবার্চন অনুষ্টিত হবে। টেকনাফের এই ৫ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ,২০ হাজার ৯৫৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার, ৯৩ জন ও মহিলা ভোটার ৬০ হাজার, ৮৬৬ জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-