রামুতে বাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষঃ যুবক নিহত

সোয়েব সাঈদ, রামু •


রামুতে বাসে সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। বৃহষ্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রহতম উল্লাহ (৩৫) টেকনাফের আবদুল মোনাফের ছেলে। তবে তিনি চাকরিজনিত কারণে কক্সবাজার শহরের আল ফুয়াদ খতিব হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজারমুখি রামু লাইন এর একটি বাস বিপরীতমুখি মোটর সাইকেলটির সংঘর্ষ হলে মোটর সাইকেলটি দূরে ছিটকে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী রহমত উল্লাহ ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত রহমত উল্লাহ এক সন্তানের জনক।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর