উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি •

উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

১৭ই মার্চ ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।

পরে বিকেলে উখিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উখিয়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

সাধারণ সম্পাদক কমরুদ্দীন মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুর রহিম শাহিন ও হুমায়ুন কবির জুশান,সহ-সম্পাদক আমানুল হক বাবুল, অর্থ-সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্ছু,নির্বাহী সদস্য ফারুক আহমদ, নির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক বাবুল, সদস্য শফিউল শাহিন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দুঃসাহসিকতা ও বিভিন্ন অবদানের ইতিহাস তুলে ধরেন।

আরও খবর