চট্টগ্রাম •
চট্টগ্রামের পাঁচলাইশে স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রদীপ ঘোষ বাবলা (৫২) নামের একব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১১টায় কাপাসগোলা এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে। প্রদীপ ঘোষ বাবলা একই এলাকার মৃত সাধন চন্দ্র ঘোষের ছেলে।
বাবলার ছোট ভাই শৈবাল ঘোষ বলেন, ‘একদিন আগে আমার বড় ভাইয়ের স্ত্রী অভিমান করে বোনের বাসায় চলে যায়। বড় ভাই প্রায় সময় ঘুমের ওষুধ খেয়ে রুমের দরজা বন্ধ করে ৬-৮ ঘণ্টা ঘুমাত। ওইদিন ঘুমাচ্ছে মনে করে আমরা তাকে আর ডাকিনি। পরে আমি বাসায় আসার পর দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, ‘মঙ্গলবার রাত ১টার দিকে বাবলাকে চমেক হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-