আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মাইক্রোবাস (নোহা) ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কের হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সংবাদকর্মী ইমরান কক্সবাজার জার্নালকে জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া ষ্টেশন হতে কমিনিউটি সেন্টার পর্যন্ত সড়ক ঢালু হওয়ায় এবং অদক্ষ গাড়ি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার লেগেই আছে। যার কারণে অকালেই ঝরে যাচ্ছে প্রাণ। হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনেকেই। এ জন্য সড়ক দুর্ঘটনা রোধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
এদিকে, দুর্ঘটনা মাত্রা কমাতে চালকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং স্টেশনের আগে স্পিডব্রেকার বসানোর প্রয়োজন মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনায় মাত্রা খুব বেশী বেড়েছে। গত ১০ ফেব্রুয়ারী এই এলাকায় প্রাণ হারান উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর শাহ রেজা এবং ১৯ জানুয়ারি প্রাণ হারান এনজিওকর্মী রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে সাবেক ছাত্রলীগ নেত্রী তছলিমা আক্তার রোমানার ছোট ভাই এহসানুল হক মিসেল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-