জাহেদ হাসান •
কক্সবাজার পৌরসভার লালদিঘী পাড় ও বাজারঘাটা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
১৬ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে কক্সবাজার পৌরসভার লালদিঘী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে চৌফলদন্ডী ২ নং ওয়ার্ডের মমতাজ আহমদ এর ছেলে রশিদ মিয়াকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে একটি টিম পৌরসভার বাজারঘাটা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের নাইট্যংপাড়ার নুরুল ইসলাম এর ছেলে সাইফুল ইসলামকে আটক করেছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তায়রীফুল ইসলাম ও উপ-পরিদর্শক নাসরিন পারভীন রুমি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনি কক্সবাজার সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-