ইসলামপুরে জমি বিরোধ নিয়ে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইসহ ভাবী মারাত্মক জখম

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদর উপজেলা ইসলামপুরে জমি বিরোধ নিয়ে বসতবাড়ি ভাংচুর করে এলাকার ত্রাস ও মাদকাসক্ত শহিদুল ইসলাম। শেষপর্যন্ত তার ছোট ভাই বশির ও বশিরের স্ত্রীকেও রেহায় দেয়নি। রড় দিয়ে এলোপাতাড়ি মারধর করলে প্রচন্ড জখম হয়। বর্তমানে স্বামী-স্ত্রী দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ নৃশংস ঘটনায় আহত রোকসানা আক্তার বাদী হয়ে দেবর শহিদুল ইসলামকে আসামী করে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

১৬ই মার্চ সকাল ১০ টার সময় ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড় বামনকাটা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বামনকাটা এলাকার হাজী নুর আহম্মদের ছেলে শহিদুল ইসলাম ও তার বড় ভাই বশির আহম্মদ এর সাথে জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই শহিদুল ইসলাম বড় ভাইকে রড় দিয়ে মারধর করে। স্বামীকে উদ্ধারের জন্য স্ত্রী রোকসানা আক্তার এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করেন। পরে এলাকাবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

অভিযোগে জানা যায়, শহিদুল ইসলাম (৩৫) লোভী ও জবর দখলকারী। পরের জমি গ্রাস করে এবং সমাজে অনৈতিক কাজে লিপ্ত। এলাকার মান্যগণ্য ব্যাক্তিরা ও তাকে ভয় করে। আহত বশিরের স্ত্রীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিবাদী সম্পর্কে আমার দেবর, আমার স্বামী পৈত্রিক জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদীর সাথে আমাদের বিরোধ ।

উক্ত বিবাদী আমাদেরকে বসত ভিটা হতে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টায় লিপ্ত আছে। আমাদেরকে বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসতেছে। এলাকায় বিচার দিয়েও কোন সুরাহা পাইনি।

আজ সকালে বাড়ীর সামনে আমার স্বামীকে একা পেয়ে অহেতুক গালিগালাজ করে। তখন আমার স্বামী প্রতিবাদ করলে উক্ত বিবাদী কিল ঘুষি লাথি ও রড় দিয়ে আমার স্বামীকে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকারে আমি এগিয়ে গেলে বিবাদী আমাকেও এলোপাতাড়ি রড় দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আশেপাশের লোক জন এগিয়ে এসে আমাদের রক্ষা করেন।

গত ১৫ মার্চ রাতে আমরা ঘরের দরজা তালাবদ্ধ করে বিয়ের দাওয়াতে গেলে উক্ত বিবাদী আমার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং আমার ঘরে থাকা ব্যবহারের অনেক মুল্যবান জিনিস নিয়ে যায়। বর্তমানে আমরা নিরাপত্তায় ভুগছি। উক্ত বিবাদী যেকোনো সময় আমরা বড় ধরনের ক্ষতির সন্মুখীন হতে পারি তাই তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

আরও খবর