নিজস্ব প্রতিবেদক •
উখিয়া রেঞ্জের পালংখালী ইউনিয়নের থাইনখালী বিটের পালংখালী মৌজার রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে ১টি অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করা হয়েছ।
বুধবার দিবাগত রাত একটার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে বনবিভাগের কর্মীরা এ ডাম্পার আটক করে উখিয়া রেঞ্জের সরকারী হেফাজতে নিয়ে আসেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-