বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উখিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক •

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়া প্রেসক্লাব।

বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সদস্য জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শফিউল শাহিন প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে উখিয়া প্রেসক্লাবের মিলনায়তনে বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও খবর