পিকআপের চাকায় ৩০ হাজার ইয়াবা, পটিয়ায় ধরা পড়লো উখিয়ার আলম ও কায়সার

নিজস্ব প্রতিবেদক •

চট্টগ্রামের পটিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৫ মার্চ) রাত ১২টায় উপজেলার ইন্দ্রপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং এলাকার বেলালের ছেলে মো. নুরুল আলম (২৬) ও উখিয়ার রাজাপালং ইউপির নুরুল ইসলামের মো. কায়সার উদ্দীন (২০)। এ সময় পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘পিকআপে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসছে এমন খবর পেয়ে রাত ১২টায় অভিযানে যায় র‌্যাব। এ সময় একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক-হেলপার পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পিকআপের ভেতরে থাকা একটি অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ ৩০ হাজার টাকা। আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও খবর