সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেলো উখিয়ার শিক্ষকের

চট্টগ্রাম •


চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় শংকর চন্দ্র বড়ুয়া (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (১৫ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে বারককুণ্ডে এ ঘটনা ঘটে।

নিহত শংকর চন্দ্র বড়ুয়া মিরসরাইয়ের হাইদকান্দির মৃত সুকুমার চন্দ্র বড়ুয়ার ছেলে। এছাড়া তিনি কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়ি নির্মাণের জিনিসপত্র কেনার জন্য বাজারে যান শংকর চন্দ্র বড়ুয়া। বারককুণ্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর