টেকনাফের জাকির ইয়াবাসহ হাইওয়ে পুলিশের জালে!

জাহেদ হাসান •


টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া স্টেশন এলাকার টেকনাফ -কক্সবাজার আঞ্চলিক সড়কের উপর অভিযান চালিয়ে ১ হাজার ৯ শত ৬০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (১৫ মার্চ) সাড়ে ১ টার দিকে কুমিল্লা রিজিয়ন এর হোয়াইকং হাইওয়ে থানা পুলিশ নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী সিএনজি গাড়িতে তল্লাশী করে এক যাত্রীর কাছ থেকে ১৯ শত ৬০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক আসামী মোঃ জাকির হোসেন(২৫)পিতা মোঃ আব্দুল সালাম,সাং সিকদার পাড়া হ্নালী-টেকনাফ।

আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে বলে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন নিশ্চিত করেছেন।

আরও খবর