অর্ধকোটি টাকার ইয়াবাসহ উখিয়ার কালাম ধরা: পালিয়ে গেলো মঞ্জুর!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‌্যাব-১৫। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরেক মাদক কারবারি।

রবিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামুর ধেছুয়াপালং এলাকার কক্সবাজার-টেকনাফ রােডের সিএন্ডজে অটোগ্যাস স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩৫) এবং পলাতক আসামি হলেন, হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাটি পাড়ার ইউসুফ আলীর ছেলে মঞ্জুর আলম (৩৬)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে ইয়াবার একটি চালান বেচাকেনা হচ্ছে। সে তথ্যানুযায়ী র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে সুচতুর মাদক কারবারি মঞ্জুর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও অপর মাদক কারবারি কালাম ধরা পড়ে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা ৫টি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‍্যাব।

এদিকে, পলাতক ইয়াবা কারবারি মঞ্জুরকে ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান জানান র‍্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর