কক্সবাজারের ১৫ ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত আজ

সৈয়দুল কাদের •

প্রথম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজারের ১৫ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষিত হবে আজ। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনীয় বোর্ডের মুলতবি সভায় এ তালিকা চুড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

কক্সবাজারের ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হবে আজ। এতে এসব ইউনিয়নে দলের মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃস্টি হয়েছে। প্রাপ্ত তথ্যমতে ইতোমধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ১৫ ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের নামের একটি তালিকা আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে প্রেরণ করেছেন। উক্ত তালিকায় মনোনয়ন প্রত্যাশীদের যাবতীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। ১১ এপ্রিল এই ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়নের মধ্যে রয়েছে মহেশখালী উপজেলার কুতুবজুম, হোয়ানক ও মাতারবাড়ি। কুতুবদিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন বড়ঘোপ, আলী আকবর ডেইল, লেইমশীখালী, কৈয়ারবিল, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং।

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন, সাবরাং, টেকনাফ সদর, হ্নীলা ও হোয়াইক্যং। পেুকুয়া উপজেলার একমাত্র ইউনিয়ন টৈটং। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানিয়েছেন, যোগ্যদের নামই কেন্দ্রে পাঠানো হয়েছে। একটি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সকলের নাম কেন্দ্রে পাঠানো যায়নি। যাদের জনপ্রিয়তা আছে তাদের নাম প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। তিনিই চুড়ান্ত করবেন নৌকা প্রতীক নিয়ে কারা নির্বাচন করবেন। আবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, তৃণমুলের এই ভোট অংশগ্রহনমুলক করতে সরকার প্রয়োজনীয়া পদক্ষেপ নিয়েছে।

এদিকে যোগ্যরাই যাতে দলের মনোনয়ন পান এমন প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ। টেকনাফের হ্নীলার বাসিন্দা হাসেম মাহমুদ জানিয়েছেন, সাধারণ মানুষকে ভোট কেন্দ্র মুখী করতে সুষ্ঠ ও আবাদ নির্বাচনের বিকল্প নেই। মানুষ ইউপি নির্বাচনে আনেক উৎসাহ নিয়ে ভোট দিতে চায়। এতে যোগ্য ব্যক্তিরা বিজয়ী হয়ে আসার সুযোগ থাকে। যেহেতু আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া একটি বিশাল বিষয়। তাই যোগ্যরা মনোনয়ন পেলে তারা সাধারণ মানুষের জন্য যথেষ্ট কাজ করতে পারবে।

মাতারবাড়ির বাসিন্দা আশেক ইলাহী জানিয়েছেন, মাতারবাড়ি ইউনিয়নটি খুবই গুরুত্বপুর্ণ। তাই একজন শিক্ষিত ও ভাল লোক আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দেখতে চায় সাধারণ মানুষ। মাতারবাড়ির সাথে আর্ন্তজাতিক পর্যায়ে যোগাযোগ থাকবে। তাই এখানে শিক্ষিত লোকের বিকল্প নেই। যিনি এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ভুমিকা রাখতে পারবেন।
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপের বাসিন্দা খোরশেদ আলম জানিয়েছেন, আমরা পরিচ্ছন্ন প্রার্থী চাই। যিনি নির্বাচিত হলে কোন দূর্নীতি ও স্বজনপ্রীতি হবে না। এই ইউনিয়নটি যেকোন সময় পৌরসভায় উন্নীত হতে পারে। তাই অভিজ্ঞ ও জনবান্ধব প্রার্থী এই ইউনিয়নের জন্য অপরিহার্য।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মনোনয়ন চুড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই কাজ করব। তিনি যোগ্যদেরই মুল্যায়ন করবেন এতে কোন সন্দেহ নেই।

আরও খবর