চকরিয়ায় ইয়াবাসহ মিনারুল আটক!

এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মিনারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ মার্চ) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকা থেকে চকরিয়া থানার একদল পুলিশ তাকে আটক করে। আটক মিনারুল ইসলাম ওই ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইয়াবা বিক্রির গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকা অভিযান চালায় চকরিয়া থানার একদল পুলিশ।

এ সময় খুচরা ইয়াবা বিক্রি কালে মিনারুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার পকেটে দুইটি সাদা পলিথিন মোড়ানো অবস্থায় রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর